মোঃরিয়াদ গাজী,নলছিটি ঝালকাঠি প্রতেনিধি:ঝালকাঠির নলছিটিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয় উল্লাস চত্বরে দোয়া, কেক কাটা ও আনন্দ র‌্যালির মাধ্যমে জন্মদিন পালন করা হয়।

উপজেলা ছাত্রলীগে সভাপতি অনীক রহমান সরদারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও জন্মদিনের কেক কাটেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।

ছাত্রলীগ সভাপতি অনীক সরদার বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন দেখতে পাচ্ছি।আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত বেগে এগিয়ে চলছে যা পুরোপুরি শেখ হাসিনার নিষ্ঠা-একাগ্রতার ফসল।দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশরত্ন শেখ হাসিনার সরকারের বিকল্প অকল্পনীয়।

উল্লেখ্য ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।