রাজধানীর নীলক্ষেত বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটসহ, র্যাব ও পুলিশ।
এরআগে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর নীলক্ষেত বইয়ের মার্কেটের পশ্চিম পার্শ্বে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর আশেপাশের পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে কি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।