মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পুলিশের ছুটি বাতিলের বিষয়ে কোনো তথ্য জানা নেই। আজ বুধবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন মুক্তিযুদ্ধ বিযষক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সাংবাদিকদের পক্ষ থেকে আইনশৃংখলা বিষয়ক মন্ত্রীসভা কমিটির সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হককে পুলিশের ছুটি বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তাঁকে বিভিন্ন গণমাধ্যমে পুলিশের ছুটি বাতিল ও রেড এলার্ট জারি হওয়ার খবরের কথাও বলা হয়। তিনি জবাবে বলেন, পুলিশের এ ধরনের ছুটি বাতিলের সিদ্ধান্ত আসে কেবিনেট থেকে।
এখান থেকে সিদ্ধান্ত আসলে তো আমি জানতাম। আর এখন কোথাও কোথাও নির্বাচন হচ্ছে। ওইসব এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ছুটি বাতিল হওয়া স্বাভাবিক। রেড এলার্ট জারি হওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, এটা আইনশৃংখলা রক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।