পূর্বসিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। এ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণিকক্ষে পাঠাদান শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার (৫ সেপ্টেম্বর) আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান। এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থিদের ক্লাস হবে প্রতিদিন। অন্য শ্রেনির শিক্ষার্থিদের সপ্তাহে একদিন ক্লাস হবে। যেসব শিক্ষার্থি বা শিক্ষকদের বাসায় করোনা রোগী আছেন তাদের এই সময় স্কুলে না আসতে বলা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে ১২ বছর উর্ধ্ব শিক্ষার্থিদের টিকা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার। তবে করোনাকালের এই সময় প্রাক-প্রাথমিকের ক্লাস চালু হচ্ছে না। করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুযায়ী সকল শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক পরে আসতে হবে।
এর আগে ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ১২ সেপ্টেম্বর থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ, নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।