পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু এক অনন্য ব্যক্তিত্ব। তাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি যে বিশ্বাসটি বুকে ধারণ করি, সেটি হলো বঙ্গবন্ধু আসছিলেন বলেই আজ আমরা এখানে আছি। বঙ্গবন্ধু নেই তো আমরা নেই।

তিনি বলেন, বাংলাদেশে সততার অনেক অভাব। বঙ্গবন্ধু অনেক গুণে গুণান্বিত ছিলেন, তারমধ্যে একটি গুণ সততা। বঙ্গবন্ধুর সততা নিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারেনি, পারবে না। কিন্তু এখন আমরা যে যেখানে, যে অবস্থায় আছি, মোটামুটি ধরে নিতে পারি আমরা অসৎ। পরক্ষণেই মঞ্চে থাকা অতিথিদের উদ্দেশ্যে ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেন, স্যার যদি ভুল হয় তবে মাফ করবেন।

আমি নিজেকেও যুক্ত করেই কথাটা বলেছি। শনিবার (২৬ মার্চ) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত মুজিববর্ষ স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

কলমকথা/ বিথী