করোনাভাইরাসের তাণ্ডবের কারণে গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে ফের বাস চলাচল শুরু হলো। শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে সাতটা থেকে দুই দেশের মধ্যে পুনরায় বাস সার্ভিস চালু হয়।

মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, শ্যামলী এন আর ট্রাভেলসের চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারতের পাঁচটি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত। শুরুতে ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-আগরতলা-ঢাকা রুটে বাস চলাচল শুরু হলো।

এ সময় বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘আজ থেকে পুনরায় ঢাকা, আগরতলা ও কলকাতার মধ্যে বাস চলাচল শুরু হলো।

প্রথমে দুটি রুটে বাস চলাচল করবে। শ্যামলী এন আর ট্রাভেলস ও বিআরটিসির ব্যানারে বাস চলাচল করবে। ঢাকা থেকে সরাসরি কলকাতা যাবে বাস।পর্যায়ক্রমে বাকি রুটগুলোতে বাস চলাচল দ্রতই শুরু হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছিল ভারত সরকার। ফলে ২০২০ সালের ১৩ মার্চ রাত ১২টা থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে বাস সার্ভিস বন্ধ হয়ে যায়।