বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের অনুষ্ঠিতব্য আগামী ৩০ মের বৈঠকটি বাতিল করা হয়েছে।
শনিবার (২৮ মে) আসামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২২ সালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই বৈঠকটি আয়োজন করার কথা ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।