অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মেট্রো রেলের দ্বিতীয় চালান নিয়ে রবিবার (০৯ মে) মোংলা বন্দরে আসছে রেলিজ পতাকাবাহী বিদেশি জাহাজ এম,ভি ওশান গ্রেস। জাপানের কোবে বন্দর থেকে এবারও ৬ টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে এই জাহাজটি।

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান জানান, এবারও মেট্রো রেলের ৬ টি কোচের ৪৮ টি প্যাকেজ আসবে।

যার ওজন ২৬৭ মেট্টিক টন। এর আগে গত (৩১ মার্চ) মেট্রো রেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে’ এসপিএম ব্যাংকক’ নামক বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ৬ টি বগিই এরই মধ্যে নদী পথে ঢাকার উওরার দিয়াবাড়ী পৌঁছে গেছে বলে জানা গেছে।

রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি – মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড এর তৈরি করেছে বলে জানা গেছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, রবিবার (০৯ মে) মোংলা বন্দরে মেট্রো রেলের বগি নিয়ে আসা এটিই হবে দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রো রেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমাদানী ও খালাস হবে বলে জানান তিনি।