সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে সদ্য প্রয়াত বিচারপতির মৃত্যুতের সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার প্রস্তাব তোলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, মনসুরুল হক চৌধুরী, আজমালুল হোসেন কিউসি, হাসান আরিফ, এসএম শাহজাহান, এএফএম আব্দুর রহমান, মোমতাজউদ্দিন ফকির, মাহবুব উদ্দিন খোকন ও ফাওজিয়া করিম ফিরোজ অ্যাটর্নি জেনারেলের প্রস্তাবে সমর্থন দেন।

তারা আদালতকে বলেন, এটা দীর্ঘদিনের ট্রাডিশন যে কোন সিটিং জাজ মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ রাখা হয়। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু শপথ নিতে পারেননি তিনি।

 

কলমকথা/বি সুলতানা