চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর টুইটে এ কথা জানান তিনি।
টুইটে তিনি বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা গর্বের বিষয়। বাংলাদেশ নিয়ে তার লক্ষ্য অনুপ্রেরণাদয়ক এবং অত্যধিক সাহসী।
আমরা ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চালু করতে এবং বাংলাদেশে সঞ্চালন লাইন স্থাপনে অঙ্গীকারবদ্ধ।’
এর আগে ভারতের যে আদানি শিল্পগোষ্ঠীর সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত-তার কর্ণধার গৌতম আদানির সঙ্গে সোমবার সন্ধ্যায় একটি বৈঠকে মিলিত হয়েছেন দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত পাঁচ-সাত বছরে ভারতীয় এই শিল্পপতি বাংলাদেশেও লগ্নির পরিমাণ ক্রমশ বাড়িয়েছেন, বাংলাদেশ ভোজ্য তেল থেকে শুরু করে বিদ্যুৎ বা এনার্জি- বিভিন্ন খাতেই এখন রয়েছে আদানির ফুটপ্রিন্ট।
মাত্র গত সপ্তাহেই ব্লুমবার্গ বিলিওনেয়ার র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন দুনিয়ার তিন নম্বর ধনী ব্যক্তি হিসেবে- ধনসম্পত্তির বিচারে ভারতের শিল্পপতি গৌতম আদানির স্থান এখন স্পেসএক্সের ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের ঠিক পরেই।
কলমকথা/এমএনহাসান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।