প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা দোষেই যুক্তরাষ্ট্র র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার (২৮ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, র‌্যাব বা পুলিশ যে কেউ তারা নিজেরা যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, আমরা কিন্তু তার শাস্তির ব্যবস্থা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা আমাদের বিনা কারণে, বিনা দোষে,

র‌্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যানকশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরণের অপরাধ করলে, তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। প্রধানমন্ত্রী আরও বলেন, আমেরিকায় জাতির পিতার খুনিকেও আশ্রয় দেয়া হয়েছে। তাদের কাছে বার বার চিঠি দেয়ার পরও তারা এসব খুনি যুদ্ধাপরাধীদের স্থান দিয়েছে। কিন্তু নিরপরাধ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়।

 

কলমকথা/ বিথী