নজরুল ইসলাম – নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক লোক লোকান্তর পত্রিকার সম্পাদক আমিনুল হাসান ভুঁইয়া (৬৭) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এশার নামাজের পর ময়মনসিংহ বড় মসজিদ মাঠে এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শুরুর আগে পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায়
ময়মনসিংহ কালীবাড়ি সরকারি কবরস্থানে দাফন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা আমিনুল হাসান ভুঁইয়া ময়মনসিংহ , শুক্রবার ১.২০ মিনিট তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।