ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর এখানে ফুল দিতে পারবেন সর্বস্তরের মানুষ।

কিন্তু প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন বলে নির্দেশনা জারি করেছে সরকার। মাস্ক পরা ছাড়া কোন ব্যক্তি শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে পারবে না। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব তথ্য জানান।

এদিকে, কেন্দ্রীয় শহিদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং দিবসটি পালনে নিয়োজিত সব প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ডা. মো. আখতারুজ্জামান বলেন, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এসব সিদ্ধান্ত এসেছিল আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও।

 

কলমকথা/ বিসুলতানা