নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মণিরামপুর উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, তাবারক বিতরণ ও দরিদ্রদের মাঝে চাউল বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা অজিত ঘোষ, আওয়ামীলীগনেতা অধ্যাপক আবুল হাসান, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলঅউদ্দীন, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আয়ুব পাটোয়ারী, সুমন দাস, যুবনেতা ও পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, উপজেলা যুবলীগনেতা হাবিবুর রহমান রনি, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগনেতা পলাশ ঘোষ, আলমগীর হোসেন, আব্দুল হালিম গাজীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী যুবায়ের আহমেদ। শেষে উপস্থিতিদের মধ্যে তাবারক ও দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়। অপরদিকে আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, থানার ওসি তদন্ত সিকদার মতিয়ারসহ প্রমুখ।