মাগুরা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সময় মাগুরায় মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়া সংগঠন আকবার বাহিনী’র সহ অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন।
১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৫.৩০ ঘটিকার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের নিজ বাড়িতে মাগুরা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় মাগুরা নোমানী ময়দানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মুক্তিযোদ্ধা কমান্ডারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফনের জন্য তার নিজ গ্রাম বরিশাট পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এলাকার জনসাধারণের নিকট থেকে জানা যায়, তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কালীন ৮ নং সেক্টরের অধীনে শ্রীপুর উপজেলার আঞ্চলিক বাহিনী তথা আকবার বাহিনীর সহ অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহ এবং ১৪-১৫টি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন ।এছাড়া ছাত্রজীবনে তিনি তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.মোঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনূর রশীদ মুহিত,মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।