পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থার সঙ্গে আলোচনা চলছে। এছাড়া নিষেধাজ্ঞার আওতা যেন না বাড়ে সে বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে হাই প্রোফাইল ভিজিট হবে। সে সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হবে। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। সে সময় এ নিয়ে আলোচনাও হবে।

 

কলমকথা/বিসুলতানা