বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বস্ত্র ও পাট মণন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি বলেছেন – শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ভিক্ষুকের জাতির কলঙ্ক থেকে মুক্তি পেয়ে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে সম্মুন্নত রাখতে বিশ্বস্ত কর্মী বাহিনীদের সঠিক মূল্যায়ন করে দেশ ও দলের অগ্রনি ভুমিকা রাখতে প্রস্তুত রেখেছেন।তিনি আরও বলেন-
বিএনপি জনগন হতে বিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রকারী দল হিসেবে চিহ্নিত হচ্ছে। ২০ মে শুক্রবার বিকেলে জামালপুরের মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মেলান্দহ উপজেলা সেচ্ছাসেবকলীগেন ত্রি- বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: মনোহর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মাশুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরি,মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতিে সাবেক মেযর হাজী দিদার পাশা, মেলান্দহ পৌরসভার মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন,বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ নাজমুল আহসান জনি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।