বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবদুল মোমেন বলেন, স্বাধীনতার পর থেকে ইন্দোনেশিয়ার সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে বাংলাদেশ। চলতি বছর দুদেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালনে দুই নেতা একমত হন।

মোমেন বলেন, সম্প্রতি দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণ হচ্ছে। দুদেশের বাণিজ্য ঘাটতি দূরীকরণে পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বারোপ করেন। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে তিনি তাগিদ দেন।

কলমকথা/সাথী