দেশে যুদ্ধাপরাধীদের নতুন তালিকা প্রণয়ন করা হচ্ছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (৯ মার্চ) এফডিসিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হতে হবে ব্যালটের মাধ্যমে। ব্যালটের মাধ্যমে পরিবর্তনই হলো গণতন্ত্র।
একটি জাতি তখনই সভ্য ও গণতান্ত্রিক বলে বিশ্বে পরিচিত হয়, যখন তারা পরমতসহিষ্ণু হয়। তিনি আরও বলেন, আমাদের বর্তমান বাস্তবতা হলো আমরা কেউ কারও মুখ দেখতে চাই না। আলোচনায় বসতে চাই না। অথচ জাতির জনক বঙ্গবন্ধুও দাবি আদায়ের লক্ষে সামরিক শাসক আইয়ূব খানের সঙ্গে বৈঠক করেছেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জবাবদিহিমূলক সমাজ গঠন করে সরকার ও বিরোধী দল উভয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার স্বপ্ন পূরণে জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।