রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো Measurements supporting the global food system অর্থাৎ ‘পরিমাপ বৈশি^ক খাদ্য ব্যবস্থার সহায়ক’।
দিবসটি উপলক্ষ্যে ২০ মে ২০২৩ খ্রিঃ, সকাল ১০.৩০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোঃ ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মিনহাজুল আলম এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন রংপুরের সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম. রায়হান শাহ। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।