রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের বরাদ্দ করা ১২৭টি প্রাতিষ্ঠানিক প্লটের স্থগিতাদেশের সার্বিক কারণ পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে ৫ সদস্যের এ কমিটি গঠন করে সম্প্রতি অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন-২) আহবায়ক এবং প্রকল্প পরিচালককে (পূর্বাচল) সদস্য সচিব করা হয়েছে। কমিটির তিন সদস্য হলেন- রাজউকের সদস্য (উন্নয়ন), সদস্য (এস্টেট ও ভূমি) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন শাখা-৬)।

 

 

কলমকথা/ বিথী