রাজধানীর রামপুরার মালিবাগের চামেলীবাগ চৌধুরী পাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, সিদ্দিকুর রহমান সিদ্দিক (৬০), হেলাল উদ্দিন (৫০), নাদের আলী (৫০), নুর নবী (৫১) ও মো. ইউসুফ আলী (৪৯)। গতকাল বুধবার (২ মার্চ) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধদেরকে নিয়ে আসা রাসেল জানান, মালিবাগের চামেলীবাগ চৌধুরীপাড়া এলাকার একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন গুরুতর দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রামপুরা চৌধুরীপাড়া থেকে দগ্ধ হয়ে পাঁচজন বার্ণ ইউনিটে এসেছে। তাদের মধ্যে হেলাল উদ্দিনের ৮৫ শতাংশ এবং সিদ্দিকুর রহমানের শরীরে ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।