নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও চিত্রা অঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের নির্দেশনায় উপজেলার জয় বাংলা চত্বরে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও চিত্রা অঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । চিত্রা অঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের বাই সাইকেল উপহার দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন , গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের এপিএস এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ , রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি জিলানী ভান্ডারী, রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার , রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া, যুবলীগ নেতা মুরাদ হোসেন , নবী হোসেন, আবু তাহের, মেহেদী হাছন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাছন খান প্রমুখ।