র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দায়িত্ব পালনের জন্য র স্বীকৃতিস্বরূপ ‘ইনসিগনিয়া’ (বিশেষ ব্যাজ পাচ্ছেন বাহিনীর সদস্যরা। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ‘ইনসিগনিয়া’র অনুমোদন দেয়া হয়। সোমবার (২৮ মার্চ) র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ‘ইনসিগনিয়া’ পরিয়ে দেবেন।
এর মধ্য দিয়ে র্যাবের এই বিশেষ ব্যাজের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স।
বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যেরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ অনুমোদিত হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।