লন্ডনের একটি ফ্ল্যাট থেকে এক বাংলাদেশি নারীর ছুরিকাহত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহত ইয়াসমিন বেগম (৪০) দুই সন্তানের জননী। বাংলাদেশি অধ্যুষিত পুর্ব লন্ডনের বেথনাল গ্রিন ওয়ার্ডের রজার স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও লন্ডন স্যোশাল সার্ভিসের বরাত দিয়ে স্থানীয় লেবার পার্টি নেত্রী রেবেকা সুলতানা রোববার (২৭ মার্চ) লন্ডন সময় ভোরে জানান, আমরা যতটুকু জেনেছি ইয়াসমিন তার দুই পুত্রকে নিয়ে থাকতেন।
অন্যান্য দিনের মতো গত বুধবার সকালে তিনি তার দুই পুত্রকে ঘরের পাশের স্থানীয় বঙ্গবন্ধু স্কুলে পৌঁছে দেন। ইয়াসমিনের বড় ছেলে ক্লাস ফাইভ ও ছোট ছেলে ইয়ার ওয়ানের ছাত্র। বিকালে স্কুল ছুটির পরও ছেলেদের নিতে না আসায় স্কুলের শিক্ষিকা পুলিশে খবর দেন।
পরে পুলিশ তার ইয়াসমিনের ঘরের দরজা ভেঙে ইয়াসমিনের ছুরিকাহত মরদেহ উদ্ধার করে। নিহত ইয়াসমিনের খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।