বুধবার (২২ নভেম্বর) বিকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের মরহুম আনোয়ারুল হক সরকার মার্কেটে লালমনিরহাট আওয়ামী পরিবারের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের দলীয় মনোনয়নের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি’র দৃষ্টি আকর্ষন মঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব, জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এনামুল হক সরকার, লালমনিরহাট সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মিনহাজুল হক মিঠু, মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাকিল, মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম বসুনিয়া, সভাপতি রতন, হারাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন খান, হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কাশেম খন্দকার, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আইয়ুব আলী খান প্রমূখ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।