ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ দেড় ঘণ্টা শিক্ষার্থীদের পরীক্ষার হলে বসিয়ে রাখা হয়। বুধবার (২৭ আগস্ট) সাত কলেজের কয়েকটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, রুটিন অনুযায়ী বুধবার সাত কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ‘রাজনৈতিক তত্ত্ব পরিচিতি’ (পত্র কোড ১০৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেলে প্রশ্ন পাওয়ার পর দেখা দেয় বিপত্তি।
রুটিনে দেওয়া বিষয় ও বিষয় কোডের সঙ্গে হাতে পাওয়া প্রশ্নের বিষয় ও বিষয় কোডের মিল থাকলেও ভেতরের প্রশ্নের সঙ্গে এ বিষয়ের কোনো সম্পর্ক নেই। এসময় শিক্ষার্থীরা পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে জানালে তারা প্রশ্ন নিয়ে নেন। এরপর শিক্ষার্থীদের পরীক্ষার হলে দেড় ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। একপর্যায়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।