মোঃ রাকিব হাসান: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কর্পোরেশনের প্রধান কার্যালয় থেকে আজ ১৯ আগস্ট তারিখে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল হোসেন গাজী এবং মহাব্যাবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ কর্পোরেশন যা ১৯৭৬ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে। এটি মূলত বাংলাদেশে পরিচালিত একটি বিনিয়োগ ব্যাংক। আইসিবি বাংলাদেশের শেয়ার বাজারের অন্যতম বিনিয়োগকারী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।