নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আলম মিয়া (৪৫), জজ মিয়া (৫০), হাসিনা মমতাজ (৪৭), সাথী আক্তার (২০), তাহমিনা আক্তার (১৮), আসমা আক্তার (৪৫),ও হাফসা আক্তার (৬)। রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। দগ্ধ আসমার স্বামী আব্দুল বাতেন জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লার টিনসেট বাসায় হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পাই। এ ঘটনায় বাসার ৭ সদস্য দগ্ধ হয়।
তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, দগ্ধদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের মধ্যে মো. আলমের শরীরে ১০০ ভাগ হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।