জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে নির্ধারিত বাড়তি বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে নজরদারিতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর কলাবাগান এলাকায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা যায়।
এ সময় বিভিন্ন রুটের গণপরিবহন থামিয়ে নতুন ভাড়ার চার্ট টানানো হয়েছে কিনা, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি আদায় করা হচ্ছে কিনা এসব বিষয় নিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় মৌমিতা পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাচ্ছিলেন এক যাত্রী। তার কাছ থেকে নির্ধারিত ৬১ টাকা ভাড়ার পরিবর্তে ৭০ টাকা নেওয়ার কথা জানতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে ভাড়া বেশি রাখার বিষয়ে বাসের সুপারভাইজার শহীদুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। এ অভিযোগে তাকে তাৎক্ষণিক দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী সময়ে ভাড়া বেশি না নেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।