টাঙ্গাইল প্রতিনিধি: ঈদকে সামনে রেখে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (৮ জুন) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সদর উপজেলার রসুলপুর পর্যন্ত উত্তরাঞ্চলগামী লেনে ওই যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে থাকে। শুক্রবার দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে যানবাহন চলছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান,

সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষ হওয়ায় টোলপ্লাজায় এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়। অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন চেষ্টা চালাচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।