সৌদি আরবে আরও একজন হাজি মারা গেছেন। তিনি মক্কায় মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে সর্বমোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৬ জন। মক্কায় ১৭, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।
রোববার (১৭ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র অনুযায়ী, শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- EE0064888।
এদিকে, আইটি হেল্পডেস্ক আরও জানিয়েছে, ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গত তিনদিনে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ জন হাজি।
মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করে দুটি ফ্লাইট।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত তিনদিনে মোট ১৮টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে দুটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছাবে বলে ধারণ করা হচ্ছে।
৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।