কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সেই সমৃদ্ধ উন্নত দেশের পথে সঠিকভাবে এগিয়ে যাচ্ছি আমরা।

এ অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে আগামী দিনে তরুণেরাই সবচেয়ে বেশি অবদান রাখবে।

শনিবার (৯ এপ্রিল) ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রোজার মাস চলছে। এটি আমাদেরকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশেপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে। যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে, তা পালন করতে হবে ও মানুষকে ভালবাসতে হবে।

সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোটমনির এমপি, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।