বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এবারের হজ যাত্রীদের নিয়ে ফ্লাইট আগামী ৫ জুন শুরু হবে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের সব কটিই ডেডিকেটেড ফ্লাইট হবে। গতকাল বুধবার (১ জুন) দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা করে বিমান কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ হাজার যাত্রী হজযাত্রী তারা বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন।
সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজযাত্রী পরিবহনে তারা দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেতেন। এবার এক মাসের কম সময় তারা পেয়েছেন। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
টরেন্টো ফ্লাইট ২৮ জুন থেকে
ঢাকা-টরেন্টো গন্তব্যে প্রথম ফ্লাইট ২৮ জুন পরিচালনা করা হবে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। তবে তিনি এ–ও জানান, বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানিং (এজেন্সি) হয়নি বলে এই গন্তব্যের টিকিট বিক্রি শুরু হচ্ছে না। এ গন্তব্যের জন্য বিজনেস লাইসেন্স এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি। তিনি প্রথমে বলেন, বিমান ২৮ জুনেই যাবে।
যদি সময় একটু বেশি লাগে তাহলে তারিখটা হয়তো একটু পেছাবে। টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। টিকিট ছাড়তে পারছি না কারণ, বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানিংয়ের সঙ্গে ট্রাভেল এজেন্সির একটা সম্পর্ক আছে।
এ সমন্বয়ের জন্য যে বিজনেস লাইসেন্স লাগে সেটি এখনো পাইনি। এসব না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেবল ওয়েবসাইটের টিকিট দিয়ে ফ্লাইট পরিচালনা সম্ভব নয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।