পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়তি ভিসা আবেদন গ্রহণ ও ভিসা প্রদানের ঘোষণা দিয়ে রেখেছিল ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে গত একদিনে সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা দেওয়া হয়েছে।
রোববার (১ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঈদের আগে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে ছুটির দিনেও গত ৩০ এপ্রিল ভারতের হাইকমিশন শুধুমাত্র ঢাকাতেই প্রায় ৪ হাজার ৫০০টি ভিসা ইস্যু করেছে।
এদিন ভিসা ডেলিভারির সুবিধার্থে সারা বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।
আজও আইভিএসি খোলা রয়েছে। ভিসা আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। তবে ঈদের জন্য আগামী ২ ও ৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।
উল্লেখ্য, ঈদ সামনে রেখে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদন জমা ও পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সময়সীমা বাড়ানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।