দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় অংশগ্রহণের সুযোগ নিতে আগ্রহী বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকো।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

গতকাল বুধবার (২২ জুন) রাজধানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, ‘আমি নিশ্চিত যে এক সময় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হবে। জাপান সরকার ও জাইকা এই সরকারের নির্মাণপ্রচেষ্টায় অংশগ্রহণের সম্ভাবনা বিবেচনার অবস্থানে থাকবে।’

তিনি বলেন, ‘বর্তমানে জাপান সরকারের অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমাদের সহযোগিতা প্রস্তাবের সুযোগ নেব। আমি নিশ্চিত যে পদ্মা সেতু অত্যন্ত ফলপ্রসূ ও সফল হবে। সুতরাং দ্বিতীয় পদ্মা সেতু হবে একটি বাস্তবতা।’

সাংবাদিকদের সাথে পৃথকভাবে আলাপকালে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, পদ্মা সেতু কেবল বাংলাদেশের দু’টি অংশকে সংযুক্ত করবে না, এটি বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) উপ-আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে।

এই প্রেক্ষাপটে আমরা ভারতীয়রা খুশি। তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন দুই দেশের বাঙালিদের জন্য একটি বড় উৎসব। আর এই উৎসবে ভারতীয় বাঙালিরা তাদের বাংলাদেশী ভাইবোনদের সাথে যোগ দেবে।

হাইকমিশনার বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ভারতই প্রথম বাংলাদেশ সরকারকে আর্থিকসহ অন্যান্য সহযোগিতা দেয়ার আগ্রহের কথা জানিয়েছিল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য কঠিন হলেও একটি সাহসী সিদ্ধান্ত।

ইতিহাস প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিল। পদ্মা সেতু উদ্বোধনের প্রাক্কালে আমি বাংলাদেশের সকল বন্ধুকে অভিনন্দন জানাই।