সিলেটের কৃতিসন্তান, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে রোববার (১ মে) বেলা ২টায় অনুষ্ঠিত হবে জানাজার নামাজ।

মুহিতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এরআগে শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে আনা হবে কফিনে।

আরো পড়ুন: মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাবেক অর্থমন্ত্রী মুহিত আর নেই

জানাজা নামাজের আগে সিলেট কেন্দ্রীয় মিনারেও সিলেটবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেয়া হতে পারে রোববার সকালের দিকে।

এমনটিই জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। জ্যেষ্ঠ নেতারা আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবেন। এদিকে পৃথক পৃথক শোকবার্তায় আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,

আরো পড়ুন: জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পেলেন আবুল কালাম আজাদ

জেলা ও মহানগর যুবলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।