নদী পথে ঈদযাত্রার টিকিট কাটতে বাধ্যতামুলকভাবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রনালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুলত যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের আগে থেকে আমরা এটা শুরু করবো কিন্তু ঈদের পরে স্থায়ীভাবে এটা করা হবে।’