![লোকসানের হাত থেকে বাঁচাতেই তেলের দাম বাড়ানো হয়েছে](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/dkk136.jpg)
লোকসানের হাত থেকে বাঁচাতেই তেলের দাম বাড়ানো হয়েছে
লোকসানের হাত থেকে বাঁচাতেই তেলের দাম বাড়ানো হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ব্যাপক লোকসানের হাত থেকে বাঁচাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ্য হয়েই বাড়িয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। মূল্যবৃদ্ধির হারের দিক থেকে যা রেকর্ড।
ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোল ৪৪ টাকা ও অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।