চলতি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার (৫ জুন) বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৮ মে এই অধিবেশন আহ্বান করেছেন। এটা বাজেট অধিবেশন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আগামী ৯ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন চলতি মেয়াদের সরকারের এটি হবে চতুর্থ বাজেট।

করোনার মহামারির কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল খুবই কম। ঐ দুটি বাজেট অধিবেশন ছাড়াও মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলো ছিল সংক্ষিপ্ত।

স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছিল অধিবেশন। সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন। করোনার সংক্রমণ এখনো থাকায় এবারও স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন পরিচালিত হবে।