বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক বিমানবাহিনীর স্বপ্ন দেখেছিলেন।
তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিকনির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী পরিচালন ও কৌশলগত দিক থেকে বর্তমানে আধুনিক ও যুগোপযোগী হয়ে গড়ে উঠছে।
আজ সকালে বাংলাদেশ বিমানবাহিনীর বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২২ কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ বিমানবাহিনীর যশোরস্থ বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বিমান বাহিনীর যশোরের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক তাকে স্বাগত জানান।
প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে গ্রাজুয়েটিং অফিসারদের মাঝে ট্রফি ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।