রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ঈদের ছুটি ২৬শে রমজান থেকেই পেতে চলেছে সরকারি চাকুরীজীবীরা।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত থাকলেও তার আগে ১লা মে তথা মে দিবসের ছুটি থাকায় এবং ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় কার্যত এবার মূলত ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল থেকেই।

কিন্তু সমস্যা বেধেছে আগামী ৫ই মে হলো বৃহস্পতিবার। অর্থাৎ এই এক দিন ছুটি ঘোষণা হলে সরকারি চাকুরীজীবীরা আরও ২ দিনসহ ঈদে মোট ৯ দিনের ছুটি পাবেন। এদিকে, ঈদের ছুটি বাড়িয়ে পর্যায়ক্রমে যাতায়াতের পরামর্শ এসেছে সংশ্লিষ্ট মহল থেকে।

এ বিষয়ে আজ সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, গভর্নেন্স ইনোভেশন ইউনিট ছুটি বাড়ানোর সুপারিশে বলা হয়,

প্রধান ধর্মীয় উৎসবের ছুটি বাড়িয়ে জনদুর্ভোগ লাঘব হতে পারে। ছুটি ছয় দিন হলে যানবাহনের ওপর চাপ, যানজট ও দুর্ঘটনা কমবে। ছুটি থেকে চাকরিজীবীদের কর্মস্থলে সানন্দে ফেরার প্রবণতা বাড়বে।