তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের এই দুই পদের পরীক্ষা আগামী ৪ জুলাই সকাল ১০টায় শুরু হবে।
রাজধানীর আগারগাঁওয়ে পিএসসিতে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময়, এ দুই পদে নিবন্ধনের আবেদনের কপি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব মূল সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
এ ছাড়া চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।