তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন আসলেই ধর্ম নিয়ে রাজনীতি আর কওমী মাদ্রাসার স্বীকৃতি নিয়ে মুলা ঝুলিয়ে রাখতো বিএনপি। কওমী মাদ্রাসার স্বীকৃতি বিএনপি দেয়নি, এরশাদ সাহেবও দেয়নি। স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
স্বীকৃতির পর অনেকে বলেছে চাকরি হবে না। শুধু স্বীকৃতি নয়, সরকারি চাকরিও দিয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারায়ানগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘নারায়ানগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরুস্কার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।