রিপন মন্ডল দুর্জয় নগরকান্দা প্রতিনিধি: ফরিদপুর নগরকান্দায় পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে নগরকান্দা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন, ভাইস -চেয়ারম্যান শেখ চুন্নু , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাঁখারী, যুব উন্নয়ন কর্মকর্তা খ ম সারোয়ার মোর্শেদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা শরীফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, সি এ মিলন মৃধা পুরাপাড়া ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সাইফুল ইসলাম জনি প্রমুখ।
পরে দিবস টি উপলক্ষে বিশাল একটি র্যালী বের হয়ে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।