প্রধানমন্ত্রী দেশের জনগণের প্রতি দায়বদ্ধ, ওনার মধ্যে দেশপ্রেম আছে, অধ্যবসায় আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গহীত স্কিম সংক্রান্ত’ মতবিনিময় সভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের জনগণের প্রতি দায়বদ্ধ, ওনার মধ্যে দেশপ্রেম আছে, অধ্যাবসায় আছে। তিনি একটানা ১২ বছর কাজ করতে পারছেন। আপনারা কথায় কথায় সিঙ্গাপুর, কোরিয়ার উদাহারণ দেন। সেই সব দেশের নেতারা ৩০-৩৫ বছর একটানা কাজ করে তাদের দেশকে এই পর্যায়ের নিয়ে গেছে।
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ভোটের মাঠে না থেকে ভোট হতে দেব না ধমক দিয়ে হঠকারী কোনো কথা না বলে আসেন আলোচনা করেন। নির্বাচনে বসেন। ভয় দেখিয়ে কাজ হবে না। গ্রামের মানুষ এসব বুঝে গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।