ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন ছাড়া হবে। ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেন’ নামে এই ট্রেনটি জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে।
তবে রংপুর ও লালমনিরহাটের যাত্রীরা পার্বতীপুর থেকে কানেকটিং ট্রেনে চড়তে পারবেন। বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি জানান, জয়দেবপুর এবং কমলাপুরে এই বিশেষ ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জুলাই।
১ জুলাই ৫ জুলাইয়ের টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।
রেলমন্ত্রী জানান, এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই।
সংবাদ সম্মেলনে রেলসচিব মো. হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।