প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ওয়াসা বোর্ডের প্রতিনিধি দীপ আজাদ। এটা আবাসিক ও বাণিজ্যিক-দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট পানির দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা; যা ৫ শতাংশ বেড়ে হবে ১৫ টাকা ৯৩ পয়সা। বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪২ টাকা; যা হবে ৪৪ টাকা ১০ পয়সা। এতে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম বাড়বে ৭৫ পয়সা ও বাণিজ্যিক ব্যবহারে বাড়বে দুই টাকা ১০ পয়সা।
সর্বশেষ ঢাকা ওয়াসা ২০২১ সালের মে মাসে পানির দাম বাড়ায় পাঁচ শতাংশ, যাকে তারা ‘মূল্য সমন্বয়’ বলে অভিহিত করে। ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের অনুমোদন সাপেক্ষে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বছরে একবার সর্বোচ্চ পাঁচ শতাংশ বাড়ানোর সুযোগ রয়েছে।
সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে আমেরিকা থেকে ঢাকায় অফিস করার সুযোগ না দেয়ার সিদ্ধান্ত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।