নিউজ ডেস্ক:-
ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি এলাকায় জমির ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন একটি পরিবার। আর এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এব্যাপারে আব্দুর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানাগেছে,ক্রয় সূত্রে জমির মালিক হয়ে রশিদ ও তার পরিবার বাড়ির পাশেই জমি ভোগ-দখল করে আসছে। সম্প্রতি সেই জমিতে ধান লাগানো হয়েছে।ধান পাকলে রবিবার সকালে তারা জমির ধান কাটতে যায়। এসময় ঐ এলাকার মজির উদ্দীনের ছেলে জবায়দুর,মমিনুল,রশিদুলসহ ২০/২৫ জন লাঠিসোঁটা, কোপদা,শাবলসহ তাদের উপর হামলা চালায়। এসময় মুসলিমুর রহমানের ছেলে রশিদকে মারতে থাকলে তার মা জরিনা বেগম এগিয়ে গেলে তাকে মারধর ও শ্লীলতাহানি করে। সেখানে রশিদের বোন জামাই খাসিউর রহমান এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় ও এলোপাতাড়ি মারধর করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার প্রেক্ষিতে রশিদ বাদী হয়ে ৯জনকে আসামী ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।