নড়াইলে “স” মিলে (করাত কল) আগুন!

কৃপা বিশ্বাস | নড়াইলঃ নড়াইল কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের খড়লিয়া গ্রামে একটি “স” মিলে ( করাত কল) আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিনার রাতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত “স” মিল মালিক , পিরোলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লার স্ত্রী রেখা বেগম কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। “স” মিলের শ্রমিকরা জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ” স” মিল মালিক রেখা বেগম জানান, আমার স্বামী মারা যাবার পর থেকে স্বামীর রেখে যাওয়া এই মিল ভাড়া দিয়ে সংসার চালায়। কে বা কাহারা রাতের আঁধারে মিলে আগুন দিয়েছে। আমি এখন কি ভাবে বাঁচব। আগুনে ৩ টি মেশিন,মেশিনের ফিতা, ৪ টি করাত, হ্যান্ড ” স” টিনের তৈরী ঘর সহ সব কিছু আগুনে পুড়ে গেছে। আগুনে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এহেন পরিস্থিতিতে তিনি মানুষিক ভাবে খুবই ভেঙে পড়েছেন। “স” মিলের মেনেজার নিহার রন্জন বিশ্বাস বলেন, মিলে ৭/৮ জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। খুব গরিব মানুষ গুলী এখানে শ্রম দিয়ে সামান্য অর্থ উপার্জন করেন। এদের পেটের ভাতে যে সকল মানুষের নজর পড়ে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। মিলে আগুন লাগানোর ঘটনায় যে কুচক্রী মহল জড়িত তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।